লিপিকা মন্ডল অর্পিতাঃ
বরগুনার বেতাগীর চান্দখালী বাজারের সড়কগুলো ভাংগাচোরা, খানাখন্দে ও বর্ষায় পানিজমে বেহাল দশায় পরিনত হয়েছে। পথযাত্রীসহ ও যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে।
বরগুনা জেলার বেতাগী উপজেলা চান্দখালী একটি পুরাতন ঐতিহ্যবাহী বাজার। সরেজমিনে দেখা গেছে, সুর্নিদিষ্ট ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তার দুই পাশে জলসবদ্ধতা সৃষ্টি হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এ বাজারের প্রতিটি রাস্তাই চলাচলের অনুপযোগী। একটু বৃষ্টি হলেই রাস্তার খানাখন্দে পানিজমে বেহাল অবস্থা সৃষ্টি হয়। ফলে চরম দুর্ভোগে পোহাতে হয় সৃথানীয় ব্যবসায়ী, স্কুলগামী শিক্ষার্থীসহ, নারী-শিশু প্রতিদিন ওই রাস্তা দিয়ে চলাচল করে কয়েক হাজার পরিবার। ভরা বর্ষা মৌসুমে সড়কগুলোতে পানিজমে সড়কগুলো ফসলের মাঠে পরিনত হয়।