10 December- 2019, 5:12 am ।। ২৬শে অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ

বেতাগী-বরগুনা মহাসড়কে ঘাতক বাস কেঁড়ে নিল ৩ প্রাণ

স্বপন কুমার ঢালীঃ

বরগুনার বেতাগীতে সড়ক দুর্ঘটনায় ৩ জন
নিহত হয়েছে। বরগুনা-বেতাগী মহাসড়কের ‘বঙ্গবন্ধু সড়ক ও খানের হাট’ নামক স্থানের মধ্যবর্তী এলাকায় (২৮ আগষ্ট) মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার সময়
এ দুর্ঘটনা ঘটে। বরগুনা থেকে বেতাগীর উদ্দেশ্যে ছেড়ে আসা ‘ছত্তার পরিবহন’ ( ঝ ১১-০০-১৫) এর চাকায় পিষ্ট হয়ে বিপরীত দিক থেকে আসা ৩ মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে আব্দুল আজিজ (৭২) নিহত হয়।

গুরুত্বর আহত ২ জনকে বেতাগী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে চিকিৎসার পূর্বেই মোঃ হানিফ আকন (৭০) এর মৃত্যু হয়।

গুরুত্বর আহত মোটরসাইকেল চালক মোঃ লিটন আকন (৩৫) চিকিৎসাধীন অবস্থয় থাকেন কিন্ত অবস্থা অশঙ্কাজনক দেখে তাকে বরিশালে পাঠানো হয়। তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টায় মারা যান। জানাগেছে, ঘটনাস্থলে মারা যায়া আবদুল আজিজ শিকদার,পিতা হোছেন উদ্দিন শিকদার। মোটরসাইকেল চালক মোঃ লিটনেরর বাবা মো: হানিফ আকন,পিতা মোঃ কালু আকন। তারা বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের পশ্চিম বকুলতলা গ্রামের বাসিন্দা । বেতাগী থানার ওসি (তদন্ত) মোঃ হুমায়ুন কবির ও আনসার ভিডিপির সদস্য সুকদেরের চেষ্টায় ছত্তার পরিবহণ বাসটিকে ঘটনাস্থল থেকে ১৫ কিলোমিটার উত্তরে ঝোপখালীতে ফিটনেস বিহীন গাড়ী ও ড্রাইভিং লাইসেন্স বিহীন বাস চালক মিন্টু (৩৮)কে আটক করে থানায় নিয়ে আসা হয়।

নাম না প্রকাশে শর্তে সাংবাদিকদের জানান,’ বরগুনা-বেতাগী মহাসড়কে প্রায়ই এ ধরণের দুর্ঘটনা ঘটে থাকে। তারা ফিটনেস বিহীন গাড়ি না চালানোর জন্য প্রশাসনের জোড়ালো দাবী জানান।’

এদিকে একই পরিবারের দুই জনের মৃত্যুতে ওই পরিবারের মাঝ শোকের মাতম বিরাজ করছে।

বেতাগী থানার ওসি (তদন্ত) মোঃ হুমায়ুন কবির ঘটনার সত্যতা শিকার করে বলেন,’ ঘটনার সাথে সাথে ছত্তার পরিবহন ঘাতক চালক মিন্টুকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। মামলার প্রক্রিয়া চলছে।’

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজীব আহসান ঘটনাস্থল পরিদর্শন করে তিনি নিহতদের আর্থিক সহায়তা প্রদানের আশস্ত করেন।

Sharing. . . .
More News Of This Category


সংবাদ শিরোনামঃ
  Icone সাবেক রাষ্ট্রপতি এরশাদ আর নেই  Icone বেতাগী পৌরসভার কর্মচারীদের কর্ম বিরতি  Icone বেতাগী উপজেলা চেয়ারম্যানের মা চলে গেলেন না ফেরার দেশে  Icone মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন নসু চলে গেলেন না ফেরার দেশে  Icone বেতাগীর ফুলতলা গ্রামের মহি উদ্দিনের বড় ভাইয়ের দ্বারা নির্যাতনের শিকার, থানা পুলিশের ভূমিকা রহস্যজনক দাবী ভিকটিম মহি উদ্দিনের  Icone বেতাগীতে হাতি দিয়ে চাঁদাবাজি  Icone বেতাগীতে পালিয়ে যাওয়া শিক্ষক ও দুই সন্তানের জননী উদ্ধার  Icone বেতাগীতে ছেলের শিক্ষকের হাত ধরে দুই সন্তানের জননী পালিয়ে গেছে  Icone বেতাগী দৈনিক ভোরের কাগজ ও ভোরের অঙ্গীকার প্রতিনিধি'র ইফতার ও দোয়া মোনাজাত  Icone বেতাগীতে স্থানীয় পর্যায়ে এসডিজি বাস্তবায়ন বিষয়ক কর্মশালা