বেতাগী নিউজ ডেস্ক♥
বরগুনার বেতাগী থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো.কামরুজ্জামান মিঞা এর উদ্যোগে প্রেম ভালবাসা অতপর বিয়ে সম্পন্ন হল।
ঘটনার বিবরনে জানা, মির্জাগঞ্জের কিসমত গ্রামের মো.মজিবুর রহমান সিকদার এর ছেলে মনিরুজ্জামান সোহাগ (২২) এর সাথে বেতাগীর বুড়ামজুমদার ইউনিয়নের কাজিরাবাদ গ্রামের ইউসুফ হাওলাদারে মেয়ের বিথি আক্তার (১৯) সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। গত ৮ ফেব্রুয়ারি রাতে সোহাগ তার প্রেমিকা বিথি’র কাছে যায় এবং রাত যাপন করে। সোহাগ বাড়ি ফেরার পথে বেতাগী থানার টহলরত পুলিশের হাতে ধরা পরে এবং পুলিশ থানায় নিয়ে আসে। ওসি মো. কামরুজ্জামান মিঞা প্রেমিক-প্রেমিকার অভিভাবককে বিষয়টি অবহিত করে এবং উভয় পক্ষ বিয়েতে রাজি হয়। অতপর ওই দিন বিকাল ৩ টায় কাজীর মাধ্যমে বেতাগী থানায় বিয়ে সম্পন্ন হয়।