স্বপন কুমার ঢালীঃ
বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা মুক্তিযোদ্ধা বীর উত্তম মোঃ হাফিজুর রহমান (৭৯) গত শুক্রবার সকাল ৭ টা ৫৫ মিনিটে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে হার্টব্লক হয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ( ইন্না…..রাজিউন।)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৪ মেয়ে রেখে যান। শনিবার (১৮ আগষ্ট) সকাল ১১ টায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়। জানাযার পূর্বে প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজীব আহসান কফিনে পুস্পস্তবক অর্পন করেন এবং গার্ড অব অনার প্রদান করা হয়। জানাযা শেষে তাকে পাররিবারিক গোরস্থান দাফন করা হয়।
মোঃ হাফিজুর রহমান মুক্তিযুদ্ধের ৯ নং সেক্টরের সাব সেক্টর বুকাবিনিয়াতে সেক্টর কমান্ডার আব্দুল জলিল এর অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেণ। মুক্তিযুদ্ধের অবদানের জন্য বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়।