লিপিকা মন্ডল অর্পিতা♦
শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী’র প্রতিষ্ঠিত বাংলাদেশ সেবাশ্রমের বেতাগীর পুটিয়াখালী শাখার উদ্যোগে ৫ দিন ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান গত সোমবার (২১ জানিয়ারি) দুপুরে আনন্দ শোভাযাত্রা, শীমদ্ভগবদ গীতা ও শুভ অধিবাসের মধ্যে দিয়ে শুরু হয়েছে। আগামী শুক্রবার (২৫ জানুয়ারি) দুপুরে ভক্তদের মাঝে অন্ন প্রসাদ বিতরণ ও রাতে পদাবলী কির্ত্তনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। সেবাশ্রমের অনুষ্ঠানে মহানাম যজ্ঞানুষ্ঠান ও পদাবলী কির্ত্তন পরিবেশনে দেশের বিভিন্ন স্থান থেকে খ্যাতিমান ৭ টি দল অংশগ্রহণ করেন। এগুলো হলো মাদারীপুর থেকে কৃষ্ণভজন সম্প্রদায়,গোপালগঞ্জ থেকে কনিকা ও অনুরাধা সম্প্রদায়,বরিশাল থেকে ব্রজগোপী সম্প্রদায়, বরগুনা থেকে নারায়ন কৃষ্ণ সম্প্রদায় ও নড়াইল থেকে অশোক সম্প্রদায়। অনুষ্ঠানের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ভক্তবৃন্দ অংশগ্রহন করেন। অনুষ্ঠান কমিটির সভাপতি অধ্যাপক বিকাশ চন্দ্র হাওলাদার ও সাধারন সম্পাদক মিলন চন্দ্র গোমস্তা দেশের সকলের শান্তি ও মঙ্গল কামনা করছেন।