হৃদয় হোসেন মুন্না ♦
বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের দেশান্তরকাঠী গ্রামের মুক্তিষোদ্ধা মরহুম আমজাদ আলী’র ছেলে মুক্তিযোদ্ধা মো.জাহিদ হোসেন (৬৫) গত বুধবার রাত ১১ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। (ইন্না…. রাজেউন।) মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় তাঁর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
রাস্ট্রীয় মর্যাদায় দাফনের পূর্ব মূর্হুতে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজীব আহসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির ও মুক্তিযোদ্ধাবৃন্দ।
মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন মহান মুক্তিযুদ্ধে ১১ সেক্টরের সাব-সেক্টর বুকাবুনিয়া অংশগ্রহন করেন।