লিপিকা মন্ডল অর্পিতা //
বরগুনা বেতাগী পৌরসভার বাসস্ট্যান্ডে মুক্তিযোদ্ধা ভাস্কর্যের স্থাপনের কাজ চলছে পুরোদমে। এবার নান্দনিক অপরূপ সৌন্দর্যে শোভা বর্ধিত হবে বেতাগী বাসস্ট্যান্ড চৌ-মাথা।
বেতাগী পৌরসভার উদ্যোগে বাসস্ট্যান্ডের পশ্চিম দিকে বেতাগী শহরে প্রবেশদ্বার, দক্ষিণ দিকে বরগুনার সাথে আঞ্চলিক মহা সড়ক, পূর্ব দিকে সাগরকন্যা জেলা পটুয়াখালী’র সাথে সংযোগ সড়ক ও উত্তর দিকে বিভাগীয় সদর বরিশালের সাথে আঞ্চলিক মহাসড়ক। ঠিক এর মাঝ বরাবরে বসানো হয়েছে মুক্তিযোদ্ধা ভাস্কর্য।
ভাস্কর্যে শোভিত পেয়েছে একজন মুক্তিযোদ্ধা পশ্চিম পাকিস্তানে হানাদার বাহিনী’র কাছ থেকে কেঁড়ে এনেছে লাল-সবুজের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের পতাকা। অন্যজনের বিপরীত দিক লাইফেল নিয়ে দাড়িয়ে আছে। এ ভাস্কর্যে শোভিত হয়েছে মুক্তিযোদ্ধের সন্মান। তাদের আত্মত্যাগে আজ আমরা স্বাধীন সার্বভৌমত্ব ভূ-খন্ডের অধিকারী। বিশ্বের ইতিহাসে বাঙ্গালী জাতি মাথা উচুঁ করে দাড়াঁতে সক্ষম হয়েছে। বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ হিসেবে বিশ্বের কাছে স্বীকৃতি পেয়েছে।
এ বিষয় বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির বলেন,’ আমার বাবাও একাত্তরের রনাঙ্গনে একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন,যারা
মাতৃভূমির জন্য যুদ্ধ করে শহীদ হয়েছেন তাঁদের
(মুক্তিযোদ্ধাদের) সন্মান দেওয়ার জন্য বেতাগী বাসস্ট্যান্ডে মুক্তিযোদ্ধা ভাস্কর্য করা হয়েছে।’তিনি আরো বলেন,’ আলাদা কোন প্রজেক্ট নয়,সম্পূর্ন পৌরসভা’র অর্থায়নে এ ভাস্কর্য নির্মান করেছি।’