বেতাগী নিউজ ডেস্ক//
বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ২০১৪ সালের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে গরিব ও দুস্থ ৪৫ জনকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৫ জুন) বিকাল ৪ ঘটিকায় অত্র বিদ্যালয় মিলনায়তনে প্রাক্তন শিক্ষার্থী মনিকার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো: গোলাম কবির, বিশেষ অতিথি ছিলেন বেতগী প্রেসক্লাব সম্পাদক ও উপজেলা প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের আহবায়ক সাইদুল ইসলাম মন্টু।
এ সময় উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষার্থী মোসা.লগ্ন, মোসা.তন্বি,মোসা.হিরা,মোসা.জেমি,মোসা.মিশু,মোসা.সৃষ্টি,মোঃঅাহাদখান,মো.রাজিব,মো.নাঈম,মো.মিরন,মো.শাওন,মো.দিলীপ, ,মো.সিব্বির, ,মো.ওভি, মো.সিয়াম, বাবু, রানা, মাঈনুল, নাসিম, আকিব, শাহীন, সারহাম, ঐশী, র্পনা, রাফি, অঞ্জন আরও অনেকে।