নিজস্ব প্রতিবেদকঃ
বরিশাল-ঢাকা (দিবা) রুটের লঞ্চ সার্ভিস ‘গ্রিন লাইন-৩’ বিকল হয়ে গেছে। শুক্রবার (২২ জুন) বিকেল ৩টায় বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে জাহাজটি ছাড়ার কথা থাকলেও বন্দরেই এটির ইঞ্জিন সমস্যা দেখা দেয়। এতে করে ওই জাহাজের ৬০০ যাত্রী বিপাকে পড়েছেন।
এ ব্যাপারে গ্রিন লাইন ওয়াটার ওয়েজের ব্যবস্থাপক আব্দুস ছাত্তার জানান, বিকেল ৩টায় বরিশাল থেকে যাত্রী নিয়ে ঢাকা রওনা দেওয়ার আগেই ইঞ্জিনে হাওয়া ঢুকে ত্রুটি দেখা দেয়। আমাদের গ্রিন লাইন-২ রাত ৯টায় বরিশালে পৌঁছাবে। এরপর যাত্রীদের বরিশাল থেকে ঢাকায় নিয়ে যাওয়া হবে। যাত্রীদের মধ্যে যারা টিকিট ফেরত দিয়েছেন, তাদের টিকিট ফেরত নেয়া হয়েছে।