স্বপন কুমার ঢালীঃ
জ্যোতির্বিজ্ঞানী বলছেন,এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে লালচে রং ধারণ করবে চাঁদ। আর চাঁদের এই অবস্থার নাম দেওয়া হয়েছে ব্লাড মুন।এ সময় চাঁদ পৃথিবীর ছায়ার সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন এলাকাটি অতিক্রম করবে। তাই চন্দ্রগ্রহণটিদীর্ঘ সময় ধরে চলবে।একই কারণে চাঁদের পৃষ্ঠে লালচে আভার সৃষ্টি হবে।
এ মহাজাগতিক দৃশ্য ইউরোপ, আফ্রিকা, এশিয়া ও অস্ট্রেলিয়া মহাদেশের দেশগুলো থেকে দেখা যাবে । এশিয়ার বেশিরভাগ দেশ থেকে ২৭ জুলাই ২০১৮ খ্রিঃ দিনগত মধ্যরাতের পর অথবা ২৮ জুলাই ২০১৮ খ্রিঃ তারিখ ভোর থেকে চন্দ্রগ্রহণ উপভোগ করা যাবে।
উল্লেখ্য, সূর্য, পৃথিবী ও চাঁদ যখন একই সরল রেখায় অবস্থান করে এবং পৃথিবীর ছায়া সরাসরি চাঁদকে ঢেকে ফেলে তখন চন্দ্রগ্রহণ দেখা যায়।
সূত্র: দ্য ফার্স্ট পোষ্ট/ রয়র্টাস।