মোঃ রাজীব খানঃ
বরগুনার বেতাগীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মাদক বিরোধী শোভাযাত্র ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো: রাজীব আহসান’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন সহকারী কমিশানার (ভূমি) রামানন্দ পাল, উপজেলা কৃষি অফিসার মো: ইকবাল হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: শাহাদাত হোসেন মোল্লা, বেতাগী প্রেসক্লাবের সভাপতি মোঃ মিজানুর রহমান মজনু, বেতাগী সরকারি কলেজের প্রভাষক মো: মাহাতাব উদ্দিন, এএসআই আবুল বাসার।