স্বপন কুমার ঢালীঃ
আইসিটি বিষয়ে দক্ষতা উন্নয়নে বেতাগীতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের প্রশিক্ষণ গতকাল বিকালে (১২ জুলাই) সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের সনদপত্র বিতরণের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে। স্থানীয় সরকার উন্নয়নে, জাইকা’র অর্থায়নে অডিটোরিয়ামে অনুষ্ঠিত ৫ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজীব আহসান’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান কবির,বিশেষ অতিথি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা আমিনা বেগম,জাইকা’র প্রতিনিধি সুশান্ত বিশ্বাস ও প্রশিক্ষণার্থী মার্জিয়া আক্তার। আলোচনা শেষে মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষনে অংশগ্রহণকারী ৩২ জন শিক্ষককে সনদপত্র বিতরণ করা হয়। সভা সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহাদাত আলী মোল্লা।