মোঃ শাহ আলম রুবেলঃ
বরগুনার বেতাগীতে বাংলাদেশ মিউনিসিপাল ডেভেলপমেন্ট ফান্ড এর মিউনিসিপাল গর্ভনেন্স অ্যান্ড সার্ভিসেস প্রজেক্ট ও বেতাগী পৌরসভার যৌথ উদ্যোগে ক্যাপিটাল ইনভেষ্টমেন্ট প্লান (সিআইপি) প্রিপারেশন ওয়ার্কশপ শীর্ষক দিন ব্যাপি এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার পৌর সভাকক্ষে অায়োজিত কর্মশালায় বেতাগী পৌরসভার মেয়র অালহাজ্ব এবিএম গোলাম কবিরের সভাপতিত্বে কর্মশালায় অতিথি ছিলেন বিএমডিএফ’র ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাসিনুর রহমান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারমান মো: শাহজাহান কবির, উপজেলা নির্বাহী অফিসার মো: রাজীব অাহসান, উপজেলা অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: মাকসুদুর রহমান ফোরকান, সাবেক মেয়র মুক্তিযোদ্ধা অাবুল কাশেম, এমজিএসপি’র প্রজেক্ট ম্যানেজার ডক্টর একেএম কামরুজ্জামান, প্যানেল মেয়র অালহাজ্ব হাদিছুর রহমান পান্না ও পৌর সচিব প্রকৌশলী মো: জসিম উদ্দিন,বেতাগী প্রেসক্লাবের সভাপতি মোঃ মিজানুর রহমান মজনু।
কর্মশালায় পৌরসভার টিএলসিসি’র সদস্য, কাউন্সিলর, পৌর কর্মকর্তা ও সাংবাদিক সহ ৬৫ জন অংশ গ্রহণ করেন।