মোঃ সাইদ মাহমুদ দানিশঃ
মাদকমুক্ত সমাজ চাই খেলাধূলার বিকল্প নাই এ শ্লোগান সামনে রেখে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়। শুক্রবার বিকাল ৪ টায় বেতাগী সদর ইউনিয়ন বনাম হোসনাবাদ দলের মধ্যেকার এ খেলা উপজেলার বাসন্ডা পুলের হাট সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। পরিবর্তন ক্রিড়া সংঘের আয়োজনে সংগঠনের সভাপতি অলি আহমেদের সভাপতিত্বে এ খেলার উদ্ধোধন করেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ফিরোজ মাহমুদ টিটু, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজনু, ম্যাফস ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইদুল ইসলাম মন্টু, প্রধান আলোচক ছিলেন বরগুনা জেলা পরিষদের সদস্য নাহিদ মাহমুদ হোসেন লিটু,ধ্রবতারা, ডিলি, ম্যাফস ফাউন্ডেশন ইফডা এতে সহযোগিতা প্রদান করেন।