বেতাগী নিউজ ডেস্কঃ
বেতাগীতে আগামী ১০ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ অনুর্ধ -১৭ ফুটবল টুর্নামেন্ট। এ উপলক্ষে আজ সোমবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার মোঃ রাজীব আহসানের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান কবির, আওয়ামীলীগ সম্পাদক মোঃ মাকসুদুর রহমান ফোরকান, ওসি মামুনুর রশিদ,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহাদাত আলী মোল্লা, পৌর আওয়ামী লীগ সভাপতি মোঃ বাবুল আক্তার, পৌর প্যানেল মেয়র হাদিসুর রহমান পান্না,টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান মজনু, ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, মোঃ নওয়াব হোসেন খান, সৈয়দ গোলাম রব। এ খেলায় ৭টি ইউনিয়ন ও ১টি পৌর সভার মোট ৮ টি দল টুর্নামেন্টে অংশ নিবে।