বেতাগী নিউজ ডেস্কঃ
বেতাগী থানার নবাগত ওসি মোঃ কামরুজ্জামান মিয়া’র সাথে প্রেসক্লাবের কর্তব্যরত সাংবাদিকদের বুধবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মতবিনিময় করেন। প্রেসক্লাবের সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা মিজানুর রহমান মজনু’র সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তৃতা করেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি স্বপন কুমার ঢালী, সহ-সভাপতি ও দৈনিক ইনকিলাব সংবাদদাতা মাওলানা মোঃ নুরুল ইসলাম,প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও গণকন্ঠ প্রতিনিধি মিজানুর রহমান ডব্লিউ।
এছাড়া এসময় উপস্থিত ছিলেন দৈনিক সংবাদ দিগন্ত প্রতিনিধি প্রভাষক রমেন চন্দ্র দেবনাথ, দৈনিক যুগান্তর প্রতিনিধি শফিকুল ইসলাম ইরান,দৈনিক মানবজমিন প্রতিনিধি রেজাউল কবির জুয়েল, দৈনিক ভোরের অঙ্গীকার প্রতিনিধি মোঃ কামাল হোসেন খান, দৈনিক দক্ষিণের কাগজ প্রতিনিধি মোঃ রাশেদ খান,বাংলাদেশ বেতারের প্রতিনিধি মোঃ আরিফুর রহমান, আওয়ার বাংলাদেশ প্রতিনিধি শাহ আলম রুবেল, সাপ্তাহিক বিশ্ব মিডিয়া প্রতিনিধি রাজীব খান, সোহেল আমিন,সিটিজেন ভয়েজ ও বাংলাদেশের খবর প্রতিনিধি অলি আহমেদ ও আমার সময় প্রতিনিধি সাদ্দাম হোসেন।
নবাগত ওসি কামরুজ্জমান বলেন,’ আমি জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই, আমাকে আপনারা সহযোগিতা করবেন। বেতাগী থানায় মাদকের ব্যাপারে আমি কোন আপস করব না।’