স্বপন কুমার ঢালীঃ
বরগুনার বেতাগী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে রোববার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৪টায় অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে ফাইনালে ট্রাইবেকারে মোকামিয়া ইউনিয়ন একাদশকে ০১ গোলে হারিয়ে পৌরসভা একাদশ ০৪ গোলে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ উভয় দলের খেলোয়াড়দের পুরষ্কার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান কবির। এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট উদযাপন পরিষদের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজীব আহসান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাকসুদুর রহমান ফোরকান, জেলা পরিষদের সদস্য আবুল কাশেম ও জেলা পরিষদের মহিলা সদস্য পারুল আক্তার, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ও বেতাগী প্রেসক্লাবের সভাপতি মোঃ মিজানুর রহমান মজনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সোবাহান,মোকামিয়া ইউপি চেয়ারম্যান মাহমুদুর রহমান সুজন,বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম কবির, উপজেলা স্কাউটস সম্পাদক লুৎফর রহমান স্বপন,সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ লুৎফর রহমান ফিরোজ,উপজেলা যুবলীগ সভাপতি প্রভাষক মোঃ জহিরুল ইসলাম লিটন, সাবেক ফুটবলার ও কাউন্সিলর সুমন গুহ,বেতাগী প্রেসক্লাবের সাধারন সম্পাদক স্বপন কুমার ঢালী।