স্বপন কুমার ঢালীঃ
বরগুনার বেতাগীতে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ (দুপ্রক) এর আয়োজনে সোমবার দুপুর সাড়ে ১২ টায় গার্লস স্কুল এন্ড কলেজ শিক্ষক মিলনায়তনে দুপ্রক সভাপতি অধ্যক্ষ মো.রফিকুল আমিন এর সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তৃতা করেন প্রধান অতিথি ছিলন উপজেলা চেয়ারম্যান মো.শাহজাহান কবির, বিশেষ পটুয়াখালী সমন্বিত দুদক এর উপ-পরিচালক মো. আরিফ হোসেন,সহকারি পরিচালক মো.সাইদ আনোয়ার,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সোবাহান, দুপ্রক সাবেক সভাপতি
অধ্যাপক এজেডএম বদরুদ্দোজ্জা জুয়েল, বেতাগী প্রেসক্লাবের সভাপতি মো.মিজানুর রহমান মজনু,সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.গোলাম কবির, মুক্তিযোদ্ধা মো.মোতালেব সিকদার ও মো.মোশারেফ হোসেন নসু। সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় এবং শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।