4 March- 2021, 10:14 am ।। ১৯শে ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ

dav

বেতাগীতে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ ও মত বিনিময় সভা

স্বপন কুমার ঢালীঃ

বরগুনার বেতাগীতে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ (দুপ্রক) এর আয়োজনে সোমবার দুপুর সাড়ে ১২ টায় গার্লস স্কুল এন্ড কলেজ শিক্ষক মিলনায়তনে দুপ্রক সভাপতি অধ্যক্ষ মো.রফিকুল আমিন এর সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তৃতা করেন প্রধান অতিথি ছিলন উপজেলা চেয়ারম্যান মো.শাহজাহান কবির, বিশেষ পটুয়াখালী সমন্বিত দুদক এর উপ-পরিচালক মো. আরিফ হোসেন,সহকারি পরিচালক মো.সাইদ আনোয়ার,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সোবাহান, দুপ্রক সাবেক সভাপতি
অধ্যাপক এজেডএম বদরুদ্দোজ্জা জুয়েল, বেতাগী প্রেসক্লাবের সভাপতি মো.মিজানুর রহমান মজনু,সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.গোলাম কবির, মুক্তিযোদ্ধা মো.মোতালেব সিকদার ও মো.মোশারেফ হোসেন নসু। সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় এবং শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

Sharing. . . .
More News Of This Category


সংবাদ শিরোনামঃ
  Icone বেতাগীতে মেসার্স হুমায়ুন ষ্টোর সম্প্রসারণ উপলক্ষে দোয়া মোনাজাত  Icone বেতাগীতে ফাইলেরিয়া রোগের উপর প্রশিক্ষণ  Icone বেতাগীতে সন্ত্রাস-মাদকবিরোধী বিট পুলিশিং সমাবেশ  Icone বেতাগী খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার  Icone বেতাগীতে মুজিববর্ষে ১২ জন গৃহহীন পেলেন শেখ হাসিনার উপহার ঘর  Icone বেতাগীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত  Icone বেতাগী নাজেম আলী স্মৃতি ফাউন্ডেশনে পৌরসভার নয়া মেয়র ও কাউন্সিলরদের সংবধর্না  Icone বাংলাদেশ কমার্শিয়াল প্রকিউরমেন্ট ও সাপ্লাই-চেইন প্রফেশনালসে বার্ষিক ফ্যামিলি পিকনিক  Icone বেতাগীতে কৃষক মাঠ দিবস উদযাপন ও উন্নত জাতের বীজ বিতরণ  Icone বেতাগীতে কিশোরীদের স্যানিটারি প্যাড বিতরণ ও উদ্বুদ্ধকরণ সভা