বেতাগী নিউজ ডেস্কঃ
বরগুনার বেতাগী উপজেলার পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সন্মানিত শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে মাদক, জংগীবাদ, সন্ত্রাস, বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং বিরোধী স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সচেতনতা মূলক সভা রোববার (৩০ সেপ্টম্বর)অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩০ সেপেটম্বর এসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সচেতনতামূলক আলোচনা করেন। বেতাগী থানার অফিসার ইনচার্জ জনাব মো: কামরুজজামান মিয়া। এছাড়া এ সময় বেতাগী থানার এস আই আমিনুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বজলুর রহমান সহ সকল শিক্ষক কর্মচারী ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিল।
আলোচনা শেষে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদক, যৌতুক ও বাল্য বিবাহকে না বলা, এবং ইভটিজিং, সন্ত্রাস ও জংগীবাদ প্রতিরোধ করানো জন্য শপথ করানো হয়।