স্বপন কুমার ঢালীঃ
বরগুনার বেতাগী ডিগ্রী কলেজের ছাত্র, বেতাগী প্রেসক্লাবের সভাপতি মো.মিজানুর রহমান মজনু’র নাতি আফজাল হোসেন মিলন আগৈলঝড়া থানার অফিসার ইন চার্জ (ওসি) হিসেবে গতকাল (৬ অক্টোবর) পদায়ন পেয়েছেন। তিনি গত ৩ বছর যাবৎ বরিশালের গৌরনদী থানার এস আই হিসেবে দায়িত্বরত ছিলেন এবং জাতি সংঘের শান্তিরক্ষা মিশন থেকে পুরষ্কৃত হয়েছেন।আগামীকাল ৮ অক্টোবর তিনি তাঁর কর্মস্থল আগৈলঝড়ায় যোগদান করবেন। ওসি আফজাল হোসেন বলেন,’সরকার প্রদত্ত অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করছেন।’
সাবেক সাংসদ ড.আব্দুর রহমান খোকন ও বেতাগী প্রেসক্লাবের সভাপতি মো. মিজানুর রহমান মজনু,উপজেলা যুবলীগ সভাপতি মো. জহিরুল ইসলাম লিটন ও বেতাগী প্রেসক্লাবের সম্পাদক স্বপন কুমার ঢালী আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।