রমেন চন্দ্র দেবনাথ♦
বরগুনার বেতাগীতে বেসরকারি এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা ও ৫ শতাংশ ইনক্রিমেন্ট ঘোষনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে রোববার (১১ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে বেসরকারি এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীবৃন্দ পৌর শহরে আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়।
আনন্দ শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদর্ক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এক পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো: সেলিম আহমেদ’র সভাপতিত্বে এ পথসভায় বক্তৃতা করেন অধ্যক্ষ মো: রফিকুল আমিন,প্যানেল মেয়র আলহাজ্ব মো: হাদিছুর রহমান পান্না, বেতাগী প্রেসক্লাব সভাপতি মো: মিজানুর রহমান মজনু,উপজেলা শিক্ষক সমিতির সম্পাদক মো. নজরুল ইসলাম, কালব সম্পাদক মো: শামীম সিকাদার,শিক্ষক মো: মহসীন খান। আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো.নুরুল ইসলাম।