বেতাগী নিউজ ডেস্ক♦
বরগুনা ২ টি আসনে আওয়ামী লীগ ৩, বিএনপি ৪, জাতীয় পার্টি ১ ও অন্যান্য ১১ জনসহ মোট ১৯ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
এদের মধ্যে বরগুনা-১ (বরগুনা সদর-আমতলী-তালতলী) আসনে অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু (আওয়ামী লীগ), মো: জাহাঙ্গীর কবির (আওয়ামী লীগ), মো: মতিয়ার রহমান তালুকদার (বিএনপি), মো: নজরুল ইসলাম মোল্লা (বিএনপি), মাওলানা অলি উল্লাহ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো: মাসুদ কামাল (এনপিপি), মো: রফিকুল ইসলাম (ইসলামী ঐক্যজোট), মো: খলিলুর রহমান খান (বিএনএফ), শাহ মোহাম্মদ আবুল কালাম (তরিকত ফেডারেশন)।
বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনে শওকত হাচানুর রহমান রিমন (আওয়ামী লীগ), অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন (বিএনপি), মো: নুরুল ইসলাম মনি (বিএনপি), গোলাম সরোয়ার হিরু (ইসলামী আন্দোলন বাংলাদেশ),মো. মিজানুর রহমান (জাতীয় পার্টি), মো: মিজানুর রহমান (এনপিপি), মো: সালাউদ্দিন (প্রগতিশীল গণতান্ত্রিক দল), মো: বশির উদ্দীন বিশ্বাস (ইসলামী ঐক্যজোট),এস.এম নুরুল ইসলাম পান্না (বাংলাদেশ জাতীয় পার্টি, মতিন), মো: জাকির হোসেন (বিএনএফ)।