শফিকুল ইসলাম ইরান♦
বরগুনার বেতাগীতে সংবাদকর্মীর মাতাসহ দুই জন সাংবাদিক লাঞ্ছনার শিকার হয়েছে বলে খবর পাওয়া গেছে। সংবাদকর্মীদ্বয় বেতাগী প্রেসক্লাবের সদস্য এমনটা জানিয়েছেন বেতাগী প্রেসক্লাবের সভাপতি মো. মিজানুর রহমান মজনু।
জানা যায়, বেতাগী পৌরসভার বাসিন্দা ও দৈনিক আজকের র্বাতার বেতাগী উপজেলা প্রতিনিধি মো. শাহ আলম রুবেল এর মাতা মোসা.নাসিমা বেগম গত শুক্রবার রক্ত পরিক্ষার জন্য খান প্যাথলজিতে গেলে প্যাথলজির ট্যাকনিশিয়ান ও মালিক তাকে ইচ্ছাকৃতভাবে বিলম্ব করায়। যার প্রেক্ষিতে তার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে নানাভাবে লাঞ্ছিত ও উপর শারিরিক আঘাত করেন খান প্যাথলজির মালিক মো. সুলতান আহমেদ
এদিকে বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আজকের র্বাতার বেতাগী উপজেলা প্রতিনিধি মো. শাহ আলম রুবেল ও দৈনিক পরিবর্তনের প্রতিনিধি মো. রাজিব খান এমন খবর পেয়ে গত শুক্রবার (৩০ নভেম্বর) দুপুরে পৌর শহরের খান প্যাথলজিতে সংবাদ সংগ্রহে গেলে এসময়ে তারাও লাঞ্ছনার শিকার হয়। জানা গেছে, খান প্যাথলজিতে বিভিন্ন সময় অনিয়ম ও রোগীদের হয়রানি করার বিস্তারিত অভিযোগ ও সংবাদকর্মীর মায়ের সাথে লাঞ্ছিত আচারন করায় সংবাদ সংগ্রহ করতে গেলে তোপের মুখে পড়েন ওই সাংবাদিকদ্বয়। এক পর্যায়ে খান প্যাথলজির মালিক মো. সুলতান আহমেদ ওই সাংবাদিক দ্বয়কেও লাঞ্ছনা করেন। এ ব্যাপাওে মোসা.নাসিমা বেগম বাদী হয়ে বেতাগী থানায় একটি মামলা দায়ের করেছেন।
এই সংবাদটি লেখা পর্যন্ত মামলার বর্তমান পরিস্থিতি সম্পর্কে বেতাগী থানার অফিসার ইনচার্জ মো: কামরুজ্জামান মিয়ার সাথে কথা বললে তিনি বলেন, এখন পর্যন্ত কোন আসামী গ্রেফতার হয়নি, তবে প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এদিকে সাংবাদিকদের লাঞ্ছিত করায় বেতাগী প্রেসক্লাবের সভাপতি মো. মিজানুর রহমান মজনু এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অনতিবিলম্বে এমন স্বেচ্ছাচারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহনের জন্য আহ্বান জানাচ্ছি।