বেতাগী নিউজ ডেস্ক♦
বরগুনার বেতাগীতে জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি শিক্ষার উপজেলা ক্রীড়া সমিতি কর্তৃক আয়োজিত ৪৮ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। ৮ জানুয়ারি বিকাল ৩ টায় ইউটিডিসি হলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.শাহাদাত আলী মোল্লা’র সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় বক্তৃতা করেন প্রধান অতিথি বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির, উপজেলা ক্রীড়া সমিতির সম্পাদক মো. মিজানুর রহমান মজনু। সভা সঞ্চালকের দায়িত্ব পালন করেন মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.ফোরকান মিয়া। সভা শেষে উপজেলা পর্যায়ে গত ৭ ও ৮ জানুয়ারি বিভিন্ন ইভেন্টে অংশগ্রহনকারী প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। মাধ্যমিক পর্যায়ে স্কুল ও মাদরাসার প্রতিষ্ঠান প্রধান, ও শরীর চর্চা শিক্ষকদের পুরস্কার প্রদান করা হয়।