বেতাগী নিউজ ডেস্কঃ
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই)’র কারিগারি সহযোগিতায় উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় ওস্তাদ ও অ্যাপ্রেনটিস প্রশিক্ষণানার্থীদের ইউটিডিসি হলে আজ সোমবার (১১ মার্চ) সকাল ১১ টায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
ওরিয়েন্টেশনে উপজেলা নির্বাহী অফিসার মো: রাজীব আহসান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরগুনার উপ-পরিচালক মো: খন্দকার গোলাম সরোয়ার।
এসময় বক্তৃতা করেন বামনা উপজেলা সমাজসেবা অফিসার মো: মিজান সালাহ উদ্দিন মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব সিকদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহিদুর রহমান ও প্রেসক্লাব সভাপতি মো. মিজানুর রহমান মজনু।