বেতাগী নিউজ ডেস্ক♦
বরগুনার বেতাগীতে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় নিযোগকৃত ন্যাশনাল সার্ভিস কর্মীদের চাকুরী স্থায়ী করণের দাবীতে মানববন্ধন কর্মসুচির আয়োজন করা হয়েছে। আজ সোমবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস’র কর্মীদের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মো: আমিরুল ইসলাম পিন্টু, ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাম সরোয়ার রিয়াদ খান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নিপু রানী দাস। বক্তৃতা করেন মো:আব্দুর রহমান, মো: শাহজাহান কবির ও মো: শহিদুল ইসলাম, প্রমুখ। এছাড়া এসময় উপস্থিত ছিলেন বেতাগী প্রেসক্লাবের সভাপতি মো. মিজানুর রহমান মজনু,প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সাইদুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক স্বপন কুমার ঢালী, দপ্তর সম্পাদক অলি আহমেদ, ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে ন্যাশনাল সার্ভিসের কয়েক শতাধিক কর্মী অংশ গ্রহণ করেন। কর্মীরা আলোচনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন।