লিপিকা মন্ডল অর্পিতা♦
বঙ্গবন্ধু’র জন্মদিনে ফুলে ফুলে সিক্ত হলো বেতাগীর বঙ্গবন্ধু স্কোয়ারের প্রতিকৃতি। বরগুনার বেতাগীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। এ দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য রয়েছে, শোভাযাত্রা, আলোচনা সভা, শিশু সমাবেশ, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
এ দিবস উপলক্ষে রবিবার (১৭ মার্চ) সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধু স্কোয়ারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাজীব আহসান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.মাকসুদুর রহমান ফোরকান, পৌর আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. আমিরুল ইসলাম পিন্টু, বেতাগী সরকারি কলেজের অধ্যক্ষ মো. নূরুল আমীন, বেতাগী থানার পক্ষে অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান মিয়া,বেতাগী প্রেসক্লাবের সভাপতি মো. মিজানুর রহমান মজনু ও প্রেসক্লাবের সদস্যবৃন্দ, বেতাগী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. গোলাম কবির, বেতাগী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: রফিকুল অমিন, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো. মিজানুর রহমান মজনু ও সদস্যবৃন্দ । এ ছাড়াও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পন করেন। সকাল ১০ টায় পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মো. রাজীব আহসান’র সভাপতিত্বে শিশু সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।