বেতাগী নিউজ ডেস্ক♦
বেতাগী শ্রীগুরু সংঘের তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে ভক্তদের সাথে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব শ্যামল কর্মকার। তিনি আজ সোমবার (১৮ মার্চ) বিকালে শ্রীগুরু সংঘের ২৪ প্রহর ব্যাপি মহনাম যজ্ঞানুষ্ঠানে উপস্থিত ভক্তদের সাথে কুশল বিনিময় করলেন।
আজ সোমবার সকাল থেকে নাম কির্ত্তন শুরু হয়েছে এবং আগামী বৃহস্পতিবার সকালে সমাপ্তি ঘটবে। এ অনুষ্ঠানে দেশে বিভিন্ন স্থান থেকে ৬ খ্যাতনামা কির্ত্তনীয়া সম্প্রদায় অংশ গ্রহণ করেন।