বেতাগী নিউজ ডেস্ক♦
বরগুনা জেলার ছোট লবনগোলা খালে সমাজ ভিত্তিক মৎস্য চাষ ব্যবস্থাপনায় পেন পদ্ধতিতে মাছ চাষ প্রত্যক্ষ পরিদর্শন করলেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব শ্যামল কর্মকার। তিনি আজ সোমবার (১৮ মার্চ) বিকালে খামারীদের সাথে কথা বললেন এবং খামারীদের
সাথে কুশল বিনিময় করলেন । আইএপিপি প্রকল্পের সহায়তায় বরগুনা জেলা ও উপজেলা মৎস্য দপ্তরের কারিগরি সহযোগিতায় ৬৯ জন সদস্য বিশিষ্ট সমিতির মাধ্যমে ৩ হেক্টর আয়তনে গত অর্থ বছরে ১২ টন কার্প জাতীয় মাছ উৎপাদিত হয়েছে এব ভোগকৃত মাছ ব্যাতীত ৯ লক্ষ টাকা নিট লাভ হয়েছে।