বেতাগী নিউজ ডেস্ক♦
দেশের প্রতিটি মাধ্যমিক স্কুল, কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের স্ব স্ব ক্ষেত্রে অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্য বরগুনার বেতাগীতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২০ মার্চ) উপজেলা অডিটোরিয়ামে সকাল ১০ টায় শুরু হয়।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের ক, খ ও গ গ্রুপে বিভাজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহাদৎ আলী মোল্লা, মৎস্য কর্মকর্তা মোস্তফা আল-রাজীব, একাডেমিক সুপারভাইজার এস এম মাসুদুর রহমান,ইউজিডিপি প্রকল্পের উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর সুশান্ত কুমার বিশ্বাস, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান রেজা, মো. ওবায়দুল্লাহ ও উপজেলা তথ্য সেবা কর্মকর্তা মোসা. রুনা আক্তার।