বেতাগী নিউজ ডেস্ক♦
আমাদের সন্তানদের বাঙালি সংস্কৃতি ধরে রাখতে হবে। বিশ্বের দরবারে এই সংস্কৃতির প্রতিনিধিত্ব করতে হবে।
আমাদের মাতৃভাষা বাংলাকে ভালোভাবে শিখতে হবে। আগে নিজের মাতৃভাষা সঠিক ভাবে জেনে অন্য ভাষা শিখতে হবে। নিজের সংস্কৃতি ও নিজের মাতৃভাষাকে জানতে যা কিছু করার দরকার আমাদের ছেলে মেয়েকে তা করতে হবে।
আজ শনিবার দুপুরে বরগুনার বামনা উপজেলার হলতা ডৌয়াতলা ফারিয়া লারা ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থীরে পুরস্কার বিতরণ ও সনদ প্রদান অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্যেশে এ বক্তব্য দেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান কথা সাহিত্যিক সেলিনা হোসেন। ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজ মিলনায়তনে ফারিয়া লারা ফাউন্ডেশনের উদ্যোগে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
কথা সাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি বরগুনা জেলা প্রশাসক কবীর মাহমুদ, বরগুনা পুলিশ সুপার মারুফ হোসেন পিপিএম, বামনা থানার অফিসার ইন চার্জ এ এস এম মাসুদুজ্জামান, ফারিয়া লারা ফউন্ডেশনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খান, বামনা প্রেস ক্লাব সভাপতি ওবায়দুল কবীর আকন্দ দুলাল, হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ জিয়াউল হক প্রমূখ। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ প্রদান করা হয়।