25 February- 2021, 7:01 pm ।। ১৩ই ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ

বরিশালের বানরীপাড়ার নাঈম বনানীর আগুন নিভাতে সহায়তা ছিল প্রশংসনীয়

বেতাগী নিউজ ডেস্ক♦

বনানীর এফ আর টাওয়ারে ফায়ার সার্ভিস কর্মীদের
ছেঁড়া পানির পাইপে পলিথিন পেঁচিয়ে ধরে সাহায্য করেছিল বরিশালের বানরীপাড়ার নাঈম। ৫ম শ্রেণির ছাত্র। মা অন্যের বাসায় ঝিয়ের কাজ করে। বাবা ডাব বিক্রি করে। এভাবে চলে ওদের সংসার।

এরই মাঝে এক শিশু যার নাম “নাঈম” সেখানে দূর্ঘটনায় উপস্থিত ছিলেন । হঠাৎ তার চোখে পড়ে অগ্নিকান্ড নিভানোর জন্য যে পানির লাইনের ব্যবস্থা করলো ঐ পানির ফাইপটির ছোট ছিদ্র থেকে পানি বের হয়ে যাচ্ছে। সে তৎক্ষণাৎ তার উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে ‘একটি পলিথিন খুজে নিয়ে ‘ফাইপটির ছিদ্রটি আটকানোর ব্যবস্থা করে। যাতে পানি গুলো অন্য কাজে ব্যয় না হয়ে, সঠিক কাজে ব্যয় হতে পারে মতো মানুষকে উদ্ধারের কাজে।

নাঈম নামে ছেলেটি ৫ম শ্রেণিতে পড়ে।বাবা ডাব বিক্রি করে এবং মা কাজ করে জীবন নির্বাহ করে।নাঈম বড় হয়ে ‘পুলিশ অফিসার হতে চায়। পড়ালেখা করে তার স্বপ্ন।সে যেন দেশের মানুষের কল্যাণে কিছু করতে পারে।এই শিশুটির চাওয়া স্বপ্নটি তাকে অনেক দূর নিয়ে যাক এবং পূরণ হোক এটাই প্রত্যাশা।

Sharing. . . .
More News Of This Category


সংবাদ শিরোনামঃ
  Icone বেতাগীতে ফাইলেরিয়া রোগের উপর প্রশিক্ষণ  Icone বেতাগীতে সন্ত্রাস-মাদকবিরোধী বিট পুলিশিং সমাবেশ  Icone বেতাগী খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার  Icone বেতাগীতে মুজিববর্ষে ১২ জন গৃহহীন পেলেন শেখ হাসিনার উপহার ঘর  Icone বেতাগীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত  Icone বেতাগী নাজেম আলী স্মৃতি ফাউন্ডেশনে পৌরসভার নয়া মেয়র ও কাউন্সিলরদের সংবধর্না  Icone বাংলাদেশ কমার্শিয়াল প্রকিউরমেন্ট ও সাপ্লাই-চেইন প্রফেশনালসে বার্ষিক ফ্যামিলি পিকনিক  Icone বেতাগীতে কৃষক মাঠ দিবস উদযাপন ও উন্নত জাতের বীজ বিতরণ  Icone বেতাগীতে কিশোরীদের স্যানিটারি প্যাড বিতরণ ও উদ্বুদ্ধকরণ সভা  Icone বেতাগীতে সড়ক ও বসতবাড়ি আঙিনায় বৃক্ষ সংরক্ষণ ক্যাম্পেইন