28 February- 2021, 10:37 pm ।। ১৬ই ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ

dav

বেতাগী বাসস্ট্যান্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান পুঁড়ে ছাই

ঘটনাস্থল থেকে
মো.মিজানুর রহমান মজনু
ও স্বপন কুমার ঢালী♦

বরগুনার বেতাগী বাসস্ট্যান্ডে গত মঙ্গলবার রাত সাড়ে সাতটায় আগুনের ৭টি দোকান ভস্মিভূত হয়েছে। স্থানীয়রা জানায়, বাসস্ট্যান্ডের লিটন বিশ্বাসের তৈলের দোকান থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়। এরপর লিটনের দোকানের পাশে রুবেলের গ্যাস সিলিন্ডার ও তৈলের দোকানে আগুন ছড়িয়ে পরে। মুর্হুতের মধ্যে পাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে যায়। এসময় উত্তম শীলের সেলুনের দোকান,সবুরের গাড়ির যন্ত্রাংশের দোকান,হারুনের গাড়ির টায়ারের দোকান,খোকনের চায়ের দোকান ও অনিলের জুতার দোকানসহ ৭ দোকান ভস্মিভূত হয়। বেতাগী ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট, বরগুনা ফায়ার সার্ভিসের ১ টি ইউনিট ও মির্জাগঞ্জ ফায়ার সার্ভিসের ১ টি ইউনিটসহ মোট ৪ টি ইউনিট দেড় ঘন্টা কাজ করে রাত নয়টা আগুন নিয়ন্ত্রন আনতে সক্ষম হয়। গ্যাস সিলিন্ডার ও তৈলের দোকানের ব্যবসায়ী লিটন বিশ্বাস ও রুবেল জানান,’ আগুন আমাদের সবকিছু পুড়ে নিঃস্ব হয়ে গেছি।’ নির্বাক দৃষ্টিতে তাকিয়ে পুড়ে যাওয়া ছাইগুলে দেখছে ভাই ভাই সেলুনের মালিক উত্তম শীল। তাঁর মুখ থেকে কোন কথাই বেড়িয়ে আসছে না। একই অবস্থা গরীব চা বিক্রেতা খোকনের। আগুনের ক্ষতিগ্রস্থ পরিবারের স্বজনরা শুধু পুড়ে যাওয়া ছাই দেখে দেখে কাদঁছে। আর কেউবা তাঁদের স্বান্ত্বনা দিচ্ছে। স্থানীয়রা জানায়, আগুনের ক্ষতির পরিমান আনুমানিক ৫০ লাখ টাকা। বেতাগী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো.সালাহ উদ্দিন বলেন,’ ফায়ার সার্ভিসের সকল ইউনিটগুলো অনেক পরিশ্রম করে আগুন নিয়ন্ত্রন করতে সক্ষম হয়। তবে কেহ অগ্নিদগ্ধ বা মৃত্যুর খবর পাওয়া যায়নি।’ বেতাগী থানার অফিসার ইনচার্জ মো.কামরুজ্জামান মিঞা বলেন,’ অগ্নিকান্ডের খবর পাওয়ার সাথে সাথেই আমাদের থানা পুলিশের কঠোর নিরাপত্তা ছিল।’

Sharing. . . .
More News Of This Category


সংবাদ শিরোনামঃ
  Icone বেতাগীতে ফাইলেরিয়া রোগের উপর প্রশিক্ষণ  Icone বেতাগীতে সন্ত্রাস-মাদকবিরোধী বিট পুলিশিং সমাবেশ  Icone বেতাগী খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার  Icone বেতাগীতে মুজিববর্ষে ১২ জন গৃহহীন পেলেন শেখ হাসিনার উপহার ঘর  Icone বেতাগীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত  Icone বেতাগী নাজেম আলী স্মৃতি ফাউন্ডেশনে পৌরসভার নয়া মেয়র ও কাউন্সিলরদের সংবধর্না  Icone বাংলাদেশ কমার্শিয়াল প্রকিউরমেন্ট ও সাপ্লাই-চেইন প্রফেশনালসে বার্ষিক ফ্যামিলি পিকনিক  Icone বেতাগীতে কৃষক মাঠ দিবস উদযাপন ও উন্নত জাতের বীজ বিতরণ  Icone বেতাগীতে কিশোরীদের স্যানিটারি প্যাড বিতরণ ও উদ্বুদ্ধকরণ সভা  Icone বেতাগীতে সড়ক ও বসতবাড়ি আঙিনায় বৃক্ষ সংরক্ষণ ক্যাম্পেইন