মো. নূরুল ইসলাম♦
বরগুনার বেতাগী পৌরসভার ৫নং ওয়ার্ডের ৫২ পরিবার পানিবন্ধী অবস্থায় । ফলে ভুক্তভোগী পরিবারগুলা দুর্বিসহ জীবন-যাপন করছেন ।
সরেজমিনে তথ্যানুযায়ী, ওয়াপদা রোডের উত্তর পাশ এবং থানা সংলগ্ন এলাকার দক্ষিণ ও পশ্চিম পাশের ৫২টি পরিবার পানির মধ্যে রয়েছে। পানি ড্রেনের সাথে যথাযথ ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলে কিংবা কাল বৈশাখী ঝড়ের পানি জমে যায়। ফলে দুর্ভোগে পরে ওই এলাকার পরিবারগুলো । কোমলমতি স্কুলের শিশু শিক্ষাথীরা পরে বিপাকে। সাব-রেজিষ্টার অফিসে কর্মরত মারুফা আক্তার জানায়,‘ পানি উপেক্ষা করে প্রতিদিন বাসায় যাওয়া-আসা করতে হয়।’ ভুক্তভোগী জাহাঙ্গীর বলেন,‘ ড্রেনেজ ব্যবস্থা হলে পরিবারগুলো পারিবন্ধি থেকে রেহাই পেত।’ সংশ্লিষ্ট কাউন্সিলর মাসুদুর রহমান খান বলেন,‘ আমরা অতি শীঘ্রই পানিবন্ধি পরিবারগুলোর ড্রেনেজ ব্যবস্থা করব।’
ছবির ক্যাপশনঃ
বেতাগী পৌরসভার ৫নং ওয়ার্ডের পানিবন্ধী পরিবারের লোকজন দুর্বিসহ জীবন-যাপন করছেন।