বেতাগী নিউজ ডেস্ক♦
বরগুনার বেতাগী উপজেলার ৪০ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের গত বুধবার (১৭ এপ্রিল) সকাল ১০ টায় উদ্ধোধন করা হয়েছে।
উপজেলা অডিটোরিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনীয় বিষয় পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহাদাৎ আলী মোল্লা, একাডেমি সুপারভাইজার মাসুদুর রহমান, প্রেসক্লাব সভাপতি মো. মিজানুর রহমান মজনু, সাধারণ সম্পাদক স্বপন কুমার ঢালী, দপ্তর সম্পাদক অলি আহমেদ, সদস্য ও যুগান্তর প্রতিনিধি শফিকুল ইসলাম ইরান। বিজ্ঞান মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিজ্ঞানের শিক্ষার্থীরা কৌতুহলী দর্শকদের তাদের উদ্ধাবনী বিষয়গুলোকে ভালোভাবে বর্ননা করেন।