24 February- 2021, 10:46 pm ।। ১২ই ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ

বেতাগীতে সড়কে নিভে গেল স্কুল ছাত্রের প্রাণ

বেতাগী নিউজ ডেস্ক♦

বরগুনার বেতাগী উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের মাদবার বাড়ি সংলগ্ন সড়কে বাসের চাকায় নিভে গেল এক স্কুল ছাত্রের প্রাণ। নিহত রবিউল ইসলাম (১০) দক্ষিন বুড়ামজুমদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ পঞ্চম শ্রেণির ছাত্র।

রবিবার দুপুর সাড়ে ১২টায় বেতাগী থেকে বরগুনার উদ্দেশ্য যাত্রীবাহী অনামিকা পরিবহনের ঘাতক বাসটি
বুড়ামজুমদার ইউনিয়নের পূর্ব বুড়ামজুমদার গ্রামের জাহাঙ্গির ফকিরের ছেলে মো. রবিউল ইসলাম(১০) মাদবার বাড়ি সংলগ্ন সড়কে রাস্তা অতিক্রম করার মুহূর্তে ঘটনাস্থলে নিহত হয়। ঘটনাস্থল থেকে ঘাতক বাস আটক করা হয়েছে। বেতাগী থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. রাসেল আহম্মেদ বলেন,’রবিউল রাস্তা পার হওয়ার সময় বাসের চাকার নিচে পড়ে ঘটনাস্থলে নিহত হন। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। বাসের চালক পলাতক রয়েছে। বাসের কোন প্রকার বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। ‘
ঘটনাস্থল থেকে নাম না প্রকাশের শর্তে এক প্রতক্ষদর্শী জানান,’ এমন লাইসেন্স বিহীন বাস ও অদক্ষ চালকদের জন্য আজ আমাদের সন্তানেরা অনিরাপদ। আমরা এর সঠিক বিচার চাই।’
বেতাগী থানার ইন্সপেক্টর(তদন্ত) মো. নজরুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল থেকে নিকটতম মির্জাগঞ্জ হাসপাতালে নিহত রবিউলকে নেওয়া হয়। নিহত রবিউলকে মর্গে পাঠানোর প্রস্তুতি সহ মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে।’

Sharing. . . .
More News Of This Category


সংবাদ শিরোনামঃ
  Icone বেতাগীতে সন্ত্রাস-মাদকবিরোধী বিট পুলিশিং সমাবেশ  Icone বেতাগী খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার  Icone বেতাগীতে মুজিববর্ষে ১২ জন গৃহহীন পেলেন শেখ হাসিনার উপহার ঘর  Icone বেতাগীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত  Icone বেতাগী নাজেম আলী স্মৃতি ফাউন্ডেশনে পৌরসভার নয়া মেয়র ও কাউন্সিলরদের সংবধর্না  Icone বাংলাদেশ কমার্শিয়াল প্রকিউরমেন্ট ও সাপ্লাই-চেইন প্রফেশনালসে বার্ষিক ফ্যামিলি পিকনিক  Icone বেতাগীতে কৃষক মাঠ দিবস উদযাপন ও উন্নত জাতের বীজ বিতরণ  Icone বেতাগীতে কিশোরীদের স্যানিটারি প্যাড বিতরণ ও উদ্বুদ্ধকরণ সভা  Icone বেতাগীতে সড়ক ও বসতবাড়ি আঙিনায় বৃক্ষ সংরক্ষণ ক্যাম্পেইন  Icone বেতাগী পৌর নির্বাচন: সংঘর্ষের জেরে একজনকে মাথা ফাটিয়ে আহত