স্বপন কুমার ঢালী♦
বরগুনার বেতাগীতে দায়সারভাবে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে। গত ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত সারাদেশে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয় এবং এর কর্মসূচিতে যা উল্লেখ ছিল তা কোনটাই এখান করা হয়নি। উদ্ধোধনী অনুষ্ঠান। শোভাযাত্রা, কৃষক ও শিক্ষার্থীদের মাঝে পুষ্টিদ্রব্য নিয়ে আলোচনা সভার উল্লেখ থাকলেও এ উপজেলায় এর কোনটাই করা হয়নি। দায় এড়ানোর জন্য সোমবার (২৯ এপ্রিল) আঞ্চলিক পুশিক্ষন কেন্দে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ বিষয় উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ আ.ন.ম মঈনুল ইসলাম বলেন,’ জাতীয় পুষ্টি সপ্তাহ ব্যাপকভাবে থাকলেও উপজেলা পর্যায়ে আমরা ততটা উদযাপন করতে পারিনি।’