1 March- 2021, 7:04 am ।। ১৬ই ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ

dav

বেতাগী পৌর মেয়র’র মা কোহিনুর বেগমকে বিদায় জানালো সর্বস্তরের মানুষ

বেতাগী নিউজ ডেস্ক♦

বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা প্রয়াত এম.এ মান্নান মৃধা’র সহধর্মিণী বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবিরের মা বরগুনা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য,
সদালাপী, সদা হাস্যোজ্জল,ইসলামের অনুগত ও বিনয়ী স্বভাবের কোহিনুর বেগম (৬৫) জানাজায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও অশ্রসিক্ত নয়নে বিদায় জানালো। আজ রবিবার ( ৫ মে) বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে বাদ জোহর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
জানাজার পূর্বে মরহুমার জীবিনীর উপর স্মৃতিচারণ করেন বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন, পুলিশ সুপার মো. মারুফ হোসেন ও মরহুমার জ্যেষ্ঠ পুত্র পৌর মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির। এছাড়া জানাজায় সরকারি, বেসরকারি, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনসাধারন উপস্থিত ছিলেন। এসময় পৌর মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির’র বক্তৃতায় উপস্থিত সর্বস্তরের মানুষ অশ্রসিক্ত হয়।

উল্লেখ্য গত শুক্রবার (৩ মে) সকাল ৭টা ১৫ মিনিটে ঢাকার আনোয়ার খান মর্ডান কলেজ ও হাসপাতালে ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে ২ ছেলে ৪ মেয়েসহ অসংখ্যগুনগ্রাহী রেখে যান। প্রাকৃতিক দুর্যোাগ ঘূর্ণিঝড় ফণী ও ছোট ছেলে আহসানুল কবির রাসেল অষ্ট্রেলিয়ায় অবস্থান করায় মরহুমার মরদেহ বারডেম হাসপাতালের হিমাগারে রাখা হয়েছিল। গতকাল শনিবার বাদ আছর ঢাকা’র ধানমন্ডির ৭ নং সড়কের কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

Sharing. . . .
More News Of This Category


সংবাদ শিরোনামঃ
  Icone বেতাগীতে ফাইলেরিয়া রোগের উপর প্রশিক্ষণ  Icone বেতাগীতে সন্ত্রাস-মাদকবিরোধী বিট পুলিশিং সমাবেশ  Icone বেতাগী খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার  Icone বেতাগীতে মুজিববর্ষে ১২ জন গৃহহীন পেলেন শেখ হাসিনার উপহার ঘর  Icone বেতাগীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত  Icone বেতাগী নাজেম আলী স্মৃতি ফাউন্ডেশনে পৌরসভার নয়া মেয়র ও কাউন্সিলরদের সংবধর্না  Icone বাংলাদেশ কমার্শিয়াল প্রকিউরমেন্ট ও সাপ্লাই-চেইন প্রফেশনালসে বার্ষিক ফ্যামিলি পিকনিক  Icone বেতাগীতে কৃষক মাঠ দিবস উদযাপন ও উন্নত জাতের বীজ বিতরণ  Icone বেতাগীতে কিশোরীদের স্যানিটারি প্যাড বিতরণ ও উদ্বুদ্ধকরণ সভা  Icone বেতাগীতে সড়ক ও বসতবাড়ি আঙিনায় বৃক্ষ সংরক্ষণ ক্যাম্পেইন