বেতাগী নিউজ ডেস্ক♦
বরগুনার বেতাগীতে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপি এক প্রশিক্ষণ কর্মশালা উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার (৯ মে) সকাল ১১ টায় প্রধানমন্ত্রীর কার্যালয় গভর্নেন্স ইনোভেশন ইউনিট (জিআইইউ) বাস্তবায়নে ও টেকসই উন্নয়নে অভীষ্ট অর্জনে জনপ্রশাসনের দক্ষতা বৃদ্ধওকরণ শীর্ষক প্রকল্পের আওতায় এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান, প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা নির্বাহী অফিসার মো.রাজীব আহসান। এতে অন্যান্যদের মধ্যে বক্তমতা করেন বেতাগী সরকারি কলেজের অধ্যক্ষ মো. নূরুক আমীন। দিনব্যাপি এ কর্মশালায় বিভিন্ন অফিসের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, ইমাম, এনজিও কর্মী, ব্যবসায়ী, আইনজীবী, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার ৮০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।