স্বপন কুমার ঢালী♦
বরগুনার বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.মাকসুদুর রহমান ফোরকান এর মাতা মিসেস সাহেদা খাতুন আর নেই। তিনি আজ রোববার (৯ জুন) বিকাল সাড়ে ৬টায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইহলীলা সংবরণ করন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ১১৬ বছর। তিনি ২ ছেলে, ১ মেয়ে, অসংখ্য নাতি নাতনি ও আত্মীয়- স্বজনসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। তাঁকে আগামীকাল সোমবার (১০ জুন)সকাল ১০ টায় জানাজা শেষে পারিপারিক করবস্থানে দাফন করা হবে।
মিসেস সাহেদা খাতুনের মৃত্যুতে বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরগুনা-১ এডভোজেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু,জেলা পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম,বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন, সাবেক সংসদ সদস্য ড. আব্দুর রহমান ফোরকান, বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব এবিএন্ম গোলাম কবির, কেন্দ্রীয় যুব লীগের অর্থ বিষয়ক সম্পাদক সুভাষ চন্দ্র হাওলাদার, বেতাগী উপজেলা নির্বাহী মো. রাজীব আহসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিঞা, পৌর আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার, বেতাগী প্রেসক্লাব সভাপতি মো. মিজানুর রহমান মজনু, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম পিন্টু,মিসেস মাহমুদা খানম গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।