ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে হাজী মো. বেলাল ফকিরের সৌজন্যে ইউনিয়নের ২ হাজার পাঁচ শ কর্মহীন মানুষকে সোমবার দুপুরে ত্রাণ বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, হবিরবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইদ্রিস আলী, হবিরবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন তালুকদার, আওয়মী লীগ নেতা হাজী বেলাল ফকির, খাইরুল আলম মল্লিক, সিদ্দিকুর রহমান, আবু সাঈদ, সোহেল, যুবলীগ নেতা তোফাজ্জল হোসেন, আনোয়ার হোসেন প্রমুখ।
ত্রাণ হিসেবে পাঁচ কেজি চাল, এক কেজি পেঁয়াজ, দুই কেজি আলু ও আধা কেজি ডাল। ইউনিয়নের নয় ওয়ার্ডের আড়াই হাজার মানুষের মাঝে এসব বিতরণ করা হয়।