1 March- 2021, 7:17 am ।। ১৬ই ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ

মৃতের সংখ্যা বেড়ে ১২০, আক্রান্ত ৩,৭৭২

করোনা ভাইরাসের মহামারীতে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২০ জনে।

বিগত ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে ৭ জন পুরুষ এবং ৩ জন নারী। বয়সের হিসেবে ৬০ এর উপরে মারা গেছেন ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২ জন এবং ৪১ থেকে ৫০ এর মধ্যে ৩ জন। এছাড়া ২১ থেকে ৩০ বছরের মধ্যে আরো ২জন মারা গেছেন।

একই সময়ে দেশে নতুন করে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩৯০ জন। এতে করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৭৭২ জনে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ৫ জন করোনা আক্রান্ত রোগী। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯২ জন।

বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয় ৩ হাজার ৫২ জনের। এছাড়া আগের কিছু নমুনা আমাদের কাছে ছিল। সব মিলিয়ে গেল ২৪ ঘন্টায় ৩ হাজার ৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। যা আগের দিনের তুলনায় ৪ দশমিক ২ শতাংশ বেশি।

নাসিমা বলেন, গত ২৪ ঘন্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ১৫০ জনকে। বর্তমানে মোট আইসোলেশনে আছেন ৯০০ জন।

স্বাস্থ্য অধিদফতরের এই কর্মকর্তা জানান, মোট আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগেই ৭৩ শতাংশ আক্রান্ত হয়েছেন। ঢাকা বিভাগের মধ্যে নারায়ণগঞ্জে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৯৯ জন। মারা গেছেন ৩৫ জন। এরপরই আক্রান্তের ক্ষেত্রে রয়েছে ঢাকা বিভাগের গাজীপুর, কিশোরগঞ্জ ও নরসিংদী জেলা। সারাদেশের ৬৪ টি জেলার মধ্যে ৫৫ জেলায় করোনা আক্রান্ত রয়েছেন।

বুলেটিন উপস্থাপনকালে করোনার বিস্তাররোধে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়।

Sharing. . . .
More News Of This Category


সংবাদ শিরোনামঃ
  Icone বেতাগীতে ফাইলেরিয়া রোগের উপর প্রশিক্ষণ  Icone বেতাগীতে সন্ত্রাস-মাদকবিরোধী বিট পুলিশিং সমাবেশ  Icone বেতাগী খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার  Icone বেতাগীতে মুজিববর্ষে ১২ জন গৃহহীন পেলেন শেখ হাসিনার উপহার ঘর  Icone বেতাগীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত  Icone বেতাগী নাজেম আলী স্মৃতি ফাউন্ডেশনে পৌরসভার নয়া মেয়র ও কাউন্সিলরদের সংবধর্না  Icone বাংলাদেশ কমার্শিয়াল প্রকিউরমেন্ট ও সাপ্লাই-চেইন প্রফেশনালসে বার্ষিক ফ্যামিলি পিকনিক  Icone বেতাগীতে কৃষক মাঠ দিবস উদযাপন ও উন্নত জাতের বীজ বিতরণ  Icone বেতাগীতে কিশোরীদের স্যানিটারি প্যাড বিতরণ ও উদ্বুদ্ধকরণ সভা  Icone বেতাগীতে সড়ক ও বসতবাড়ি আঙিনায় বৃক্ষ সংরক্ষণ ক্যাম্পেইন