মো. আবদুল হালিম, কাঠালিয়া. ঝালকাঠি
ঝালকাঠির কাঠালিয়া থানা পুলিশের উদ্যোগে স্থানীয় রিক্সা চালক ও মাদক থেকে প্রত্যাবর্তন করে আলোর পথে ফিরে আসা করোনা আতঙ্কে অসহায় কর্মহীন ব্যক্তিদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১ টায় কাঠালিয়া বাসষ্টান্ড গোলচত্ত¡রে ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন প্রধান অতিথি হিসেবে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন সার্কেল এসপি মোঃ শাখাওয়াত হোসেন, থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায়, ওসি তদন্ত প্রভাষ মল্লিক, কাঠালিয়া বিআরডিবি’র চেয়ারম্যান কাওসার আহমেদ জেনিভ সিকদার সহ স্থানীয় সংবাদকর্মীরা। অর্ধশত পরিবারকে চাল, ডাল, আলু, তৈল ও সাবান প্রদান করা হয়েছে। খাদ্যসামগ্রী পেয়ে খুশি কর্মহীন দরিদ্র এসব মানুষ।