হৃদয় হোসেন মুন্না, বেতাগী::
ঢাকার মিরপুর পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে কর্মরত পুলিশের এএসআই এবং মসজিদের ইমাম আঃ খালেকের (৩৬) আকস্মিক করোনায় মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরগুনার বেতাগী উপজেলার বেতাগী প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
তার এই অকাল প্রয়াণে বিবৃতি দিয়েছেন, বেতাগী প্রেসক্লাবের সভাপতি মোঃ মিজানুর রহমান মজনু, সিনিয়র সহ-সভাপতি আকন্দ শফিকুল ইসলাম, সহ-সভাপতি মাওঃ নুরুল ইসলাম, সহ-সভাপতি প্রভাষক জহিরুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক স্বপন কুমার ঢালীসহ প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য শহীদ পুলিশ সদস্য আঃ খালেকের বাড়ী বরগুনার বেতাগী উপজেলার সদর ইউনিয়নের ঝোপখালী গ্রামে। তার পিরাত নাম মৃত আজিম উদ্দিন মৃধা। তিনি বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোর রাতে ঢাকা আরামবাগ হাসপাতাল করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।