এম. হারুন-অর-রশিদ রিংকু, বরগুনা :
বরগুনায় পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ ওয়াসিম হাওলাদার ও মোঃ সাইদুল বয়াতিকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার সকালে র্যাবের পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের পটুয়াখালী উপজেলার কলাপাড়া থানায় সোপর্দ করা হয়েছে। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-০৮ এর পটুয়াখালী ক্যাম্প।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-০৮ এর সিপিসি-০১ পটুয়াখালী ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে সোমবার সকাল সাড়ে ৭টার দিকে বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া এলাকায় অভিযান চালায়। সেখান থেকে ওই এলাকার মোঃ নাসির উদ্দিনের ছেলে পেশাদার মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার আসামী মোঃ ওয়াসিম হাওলাদারকে (৪০) গ্রেফতার করে।
এছাড়া, সকাল ৬টার দিকে জেলার আমতলী উপজেলার দক্ষিণ আমতলী এলাকায় পৃথক অভিযানে গ্রেফতার করা হয় অপর পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ সাইদুল বয়াতিকে (২৭)। তার বাবার নাম মোস্তফা বয়াতি।
র্যাব জানায়, গত শনিবার পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নিশানবাড়িয়া লঞ্চঘাট থেকে ৬৫ হাজার পিস ইয়াবাসহ আটজন মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই বিপুল পরিমান ইয়াবার চালানের সাথে ওয়াসিম ও সাইদুলের সম্পৃক্ততা রয়েছে বলে স্বীকার করে। তাদের স্বীকারোক্তির ফলে ওয়াসিম ও সাইদুলের উক্ত মামলায় এজাহারভুক্ত করা হয়। র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ওয়াসিমের বিরুদ্ধে বরগুনা সদর থানায় ১২টি এবং সাইদুলের বিরুদ্ধে আমতলী থানায় ছয়টি মাদক মামলা রয়েছে। সোমবার দুপুরে তাদের পটুয়াখালী জেলার কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।