এম. হারুন-অর-রশিদ রিংকু, বরগুনা :
নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখার অভিযোগে বরগুনায় দুইজন ব্যবসায়ীকে নয় হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও বরগুনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নিজাম উদ্দীন এ অর্থদন্ড দন্ড প্রদান করেন। মঙ্গলবার শহরের মাছ বাজার ও পৌর মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করে র্যাব।
র্যাব পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন জানান, সরকারের তরফ থেকে চলমান করোনা পরিস্থিতিতে জনসাধারণকে ঘরে অবস্থান করতে বলা হয়েছে। কিন্তু বিভিন্ন স্থান থেকে নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখার অভিযোগ পাওয়া যাচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত র্যাব-০৮, সিপিসি-০১ (পটুয়াখালী ক্যাম্প) বরগুনা জেলা প্রশাসন ও জেলা পুলিশের সহযোগিতায় শহরের মাঠ বাজার ও পৌর মার্কেট এলাকায় অভিযান চালায়। অভিযানকালে নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেসার্স নুসরাত জাহান টেলিকম এর মালিক মোঃ এনামুল হককে পাঁচ হাজার টাকা এবং পান ব্যবসায়ী শ্রী বিমল সিকদারকে চার হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও বরগুনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নিজাম উদ্দীন, করোনাকালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখার অভিযোগে বাংলাদেশ দন্ড বিধির ২৬৯ ধারা মোতাবেক ওই দুইজন ব্যবসায়ীকে অর্থদন্ড দন্ড প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, রমজানের নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের বাজার স্বাভাবিক রাখতে ও সাম্প্রতিক সময়ের মহামারি করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসমাগম এড়ানো ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার লক্ষ্যে সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্য, মুদি দোকান ও ফার্মেসী ব্যতীত অন্যান্য সব দোকান পাট বন্ধ ঘোষনা করেছে।