বরগুনা জেলায় কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে বেলা ১১ টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মোস্তাইন বিল্লাহ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা ১ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান মিয়া, বরগুনায় দায়িত্বরত নৌ কন্টিনজেন্টের কমান্ডার, বরগুনা চেম্বার অফ কমার্স এর সভাপতি জনাব জাহাঙ্গীর কবীর, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুর রশিদ , এনজিও ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা মোতালেব, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবীর, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার সোহরাব হোসেন , নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব দাস, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, বিভিন্ন উপজেলা কৃষি কর্মকর্তা বৃন্দ স্থানীয় সাংবাদিক বৃন্দ বিভিন্ন উপজেলা থেকে কৃষক প্রতিনিধিগন।
সভায় বরগুনা জেলায় কৃষি উৎপাদনের বৈপ্লবিক পরিবর্তনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।