বরিশালে অবৈধভাবে চিংড়ি রেনু পাচারকালে আটক ৩২ পাচারকারীকে এক মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রোববার ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম হিসেবে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম কারাদন্ডাদেশ দেন।
এর আগে শনিবার রাতে মেঘনা নদীর শাখা থেকে বাগদা চিংড়ির রেনুপোনাসহ ৩২ জনকে আটক করে নৌ পুলিশ। আটকৃতরা মেহেন্দিগঞ্জ উপজেলা ও ভোলা জেলার বাসিন্দা।
নৌ পুলিশের এসআই সঞ্জয় মন্ডল বলেন, অবৈধভাবে দীর্ঘদিন ধরে একটি চক্র চিংড়ির রেনু পোনা পাচাঁর করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে রোববার সকালে ভ্রাম্যমান আদালতে নেয়া হয়। আদালত ৩১ জনকে ১ মাস করে কারাদন্ড প্রদান করে। এছাড়া আরো একজনকে ২ মাসের কারাদন্ড প্রদান করে।