kস্বপন কুমার ঢালী, বেতাগী (বরগুনা):
বেতাগী পৌরসভা থেকে ১ কিমি উত্তরে এবং বরগুনা বেতাগী ও বাকেরগজ্ঞ আঞ্চলিক মহাসড়কে বেতাগী পৌরসভার ২নং ওয়ার্ডের প্রবেশদ্বারে নির্মান করা হলো আল্লাহ্ রাসুল (সঃ) এর নামে দৃর্ষ্টি নন্দন বন্ধু চত্বর।
সৌন্দর্য মন্ডিত ও নয়নাভিরাম এ চত্বরটি ব্যাক্তিগত উদ্যোগে নির্মান করেন বেতাগী পৌরসভার আধুনিক রূপকার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির। এতে পৌর মেয়র সকলের আস্থাভাজন হলেন এবং প্রশংসা কুঁড়ালেন। বেতাগী প্রেসক্লাবের সদস্য প্রবীন সাংবাদিক সাইদুল ইসলাম মন্টু ও আকন্দ শফিকুল ইসলাম বলেন,’ আল্লাহ্ রাসুল (সঃ) এর নামে নির্মিত ভাস্কর্যটি পৌর মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির সকল মহলের প্রশংসিত ও গুনমুগ্ধ হলেন।’
বন্ধুচত্বরটি দক্ষ নির্মিত শিল্পীর শৈল্পিক গুনাবলীর কারুকার্য মন্ডিত নক্সাপ্রনয়ন ও যথোপযুক্ত মনমুগ্ধ রং তুলির আঁচড়ে সকলের কাছে আকর্ষণীয় । মাত্র তিনদিন পূর্বে নির্মান শিল্পীর রং তুলির কাজ সমাপ্ত হলো। নতুনত্বের ও প্রকৃতির স্বাভাবিক নিয়মে সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়ে তখন এর নয়নাভিরাম অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য ধর্মপ্রাণ মুসলমানসহ বিভিন্ন স্তরের মানুষ ছুটে আসছেন। দর্শকরা ছবি তুলছেন, ভিডিও করছেন। যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
পৌর শহরের ৫নং ওয়ার্ডের খানকায়ে জামে মসজিদের প্রতিষ্ঠাতা ও শতবর্ষী হাফেজ আব্দুল হাকিম বলেন,’ আল্লাহ্ ও রসুল (সঃ) এর নামে ভাস্কর্যটি নির্মান করায় পৌর মেয়র যতগুলো কাজ করছেন এর মধ্যে সবচেয়ে ভাল কাজ করছেন।’ তিনি আরো বলেন, ‘ আমি আল্লাহ্’র ফরিয়াদ করি যেন তাঁর কাজের ধারা অব্যাহত থাকে।’
বন্ধু চত্বর নামকরণ ও সৌন্দর্য পিপাসু ভাস্কর্য নির্মান প্রসংগে পৌর মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির বলেন,’ যেহেতু আল্লাহ্ ও রসুল (সঃ) এরা দু’জন বন্ধু ছিলেন, এই জন্য তাঁদের নামানুসারে বরিশাল বিভাগে সর্বপ্রথম বন্ধুচত্বর করেছি।’
এ বিষয় বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজীব আহসান বলেন,’ মেয়র সুরুচিশীল বিধায় এ মহতিপূর্ন কাজটি করতে পেরেছেন।’