কাঠালিয়া সংবাদদাতা:
দৈনিক ইত্তেফাকের ভান্ডারিয়া সংবাদদাতা মরহুম কাজী মো. ফজলুর রহমান এর কবর জিয়ারত করেন ইত্তেফাকের পিরোজপুর ও বরিশাল অফিস প্রধান এবং বিভিন্ন জেলা ও উপজেলা সংবাদদাতাগন। মঙ্গলবার (২৬ মে) সকাল ১১ টায় পিরোজপুর অফিস প্রধান মো. মনিরুজ্জামান নাসিম আলীর নেতৃত্বে কবর জিয়ারতে উপস্থিত ছিলেন ইত্তেফাকের পিরোজপুর অফিস প্রধান মো. মনিরুজ্জামান নাসিম আলী, বরিশালের অফিস প্রধান শাহীন হাফিজ সহ ঝালকাঠি জেলা সংবাদদাতা মো. শফিউল ইসলাম সৈকত, মংলা জেলা সংবাদদাতা এইচ এম দুলাল, কাঠালিয়া সংবাদদাতা অধ্যাপক মো. আবদুল হালিম. বেতাগী সংবাদদাতা মো. মিজানুর রহমান মজনু, কাউখালী সংবাদদাতা মো. রবিউল হাসান রবিন, মঠবাড়ীয়া সংবাদদাতা রফিকুজ্জামান আবির, ইন্দুরকানি সংবাদদাতা আহাদ শিমুল, পিরোজপুর অফিস প্রধানের সহকারী সাইফুল্লাহ হুমায়ুন, বরিশাল অফিস প্রধানের সহকারী ফারুক লিটু। এছাড়াও পিরোজপুর জেলা এটিএন বাংলা সংবাদদাতা ও ভান্ডারিয়া যুগান্তর প্রতিনিধি মো. শফিকুল ইসলাম মিলন, ভান্ডারিয়া অবজারভার প্রতিনিধি মো. রিয়াজ মাহমুদ মিঠু, ভান্ডারিয়া মতবাদ প্রতিনিধি শংকর জিৎ সমদ্দার উপস্থিত ছিলেন। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন কাঠালিয়া সংবাদদাতা অধ্যাপক মাওলানা মো. আবদুল হালিম।
এদিকে পিরোজপুর অফিস প্রধান মো. মনিরুজ্জামান নাসিম আলীর নেতৃত্বে সাংবাদিকবৃন্দ প্রথমে দৈনিক ইত্তেফাকের ভান্ডারিয়া সংবাদদাতা মরহুম কাজী মো. ফজলুর রহমানের স্ত্রী (ভাবী) এর সাথে সাক্ষাৎ করে পরিবারের খোঁজখবর নেয়া হয় ও মরহুম ফজলুর রহমানের আকষ্মিক মৃত্যুতে তার পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানানো হয়। মরহুমের দুই ছেলে ও পুরো পরিবারকে শান্তনা দিয়ে আল্লাহর রহমাত কামনা করেন। তাছাড়া মরহুমের পরিবারের যে কোন সমস্যার সামাধানের ব্যাপারে সংবাদ পেলে সবাই এগিয়ে আসার আশ্বাস দেন সাংবাদিকবৃন্দ।